• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
 আ.লীগ প্রার্থী রেজবি বিপুল ব্যবধানে বিজয়ী

সংগৃহীত ছবি

নির্বাচন

তালতলী উপজেলা পরিষদ নির্বাচন

আ.লীগ প্রার্থী রেজবি বিপুল ব্যবধানে বিজয়ী

  • বরগুনা (সদর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জুন ২০১৯

বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল-কবির জোমাদ্দার ২৭ হাজার ৮৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু আনারস মার্কায় পেয়েছেন ১০ হাজার ৯১৩ ভোট।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক তালা মার্কায় ২১ হাজার ৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রেজাউল করিম বাবুল পাটোয়ারী চশমা মার্কায় পেয়েছেন ৬ হাজার ৬০১ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিকা নাজনীন কলস মার্কায় ১৪ হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বি কামরুন্নাহার সাথী ফুটবল মার্কায় পেয়েছেন ১৪ হাজার ৪০৪ ভোট।

উপজেলার ৩০টি ভোট কেন্দ্রে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ২০১৩ সালের ১১ জানুয়ারী তালতলী থানাকে উপজেলায় রূপান্তরিত  করে গেজেট প্রকাশ করে। উপজেলার নারী পুরুষ মিলিয়ে মোট ৬৮ হাজার ৭ শত ৯ ভোটার রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads