• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী নাছিমা মুকাই আলীর বিজয়

নাছিমা মুকাই আলী

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

পঞ্চম ধাপ উপজেলা নির্বাচন

চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী নাছিমা মুকাই আলীর বিজয়

  • প্রকাশিত ১৯ জুন ২০১৯

১৮ জুন পঞ্চম উপজেলা নির্বাচনের পঞ্চম ও শেষ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাছিমা মুকাই আলী ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই প্রথম কোন নারী উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।

নাছিমা মুকাই আলী পেয়েছেন ৩৩ হাজার ৭৭৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া নৌকা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ১০১ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাইন উদ্দিন আহমেদ আনারস প্রতীকে ৯ হাজার ৪৩৫ভোট, মোসাহেদ হোসেন দোয়াত কলম প্রতীকে ৫৬৮ ভোট ও এডভোকেট ফজলুল হক মোটর সাইকেল প্রতীকে ৮৫২ ভোট পেয়েছেন।

চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে ৩৩ হাজার ৭৭৮ ভোট পেয়ে নাছিমা মুকাই আলী চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads