• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
 রংপুর-৩ উপনির্বাচন : বৃহস্পতিবার থেকে মনোনয়ন বিক্রি করবে বিএনপি

সংগৃহীত ছবি

নির্বাচন

রংপুর-৩ উপনির্বাচন : বৃহস্পতিবার থেকে মনোনয়ন বিক্রি করবে বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০১৯

রংপুর-৩ আসনে উপনির্বাচনের জন্য আগামী বৃহস্পতিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি।

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী জানান,  প্রত্যেক প্রার্থীকে কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে। আর ফরম সংগ্রহের জন্য ১০ হাজার টাকা এবং জমা দেয়ার জন্য ২৫ হাজার টাকা দিতে হবে।

পরবর্তীতে উপযুক্ত প্রার্থীকে বাছাইয়ে দলের মনোনয়ন বোর্ড বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আগামী শনিবার বিকাল ৫টা থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন।

প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুর পর শূন্য হওয়া রংপুর-৩ আসনে আগামী ৫ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন ঘোষিত সূচি অনুযায়ী, মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ৯ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১১ সেপ্টেম্বর এবং প্রার্থীতা প্রত্যহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads