• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নওগাঁ-৬ উপ-নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৫ জন

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

নওগাঁ-৬ উপ-নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৫ জন

  • আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০২০

নওগাঁ-৬ আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পাটি ও স্বতন্ত্রসহ মোট ৫ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ জেলা নির্বাচন ও রিটানিং অফিসার মো. মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মনোনয়ন জমাদানের শেষ দিনে প্রত্যেক প্রার্থী তাদের প্রস্তাবক সমর্থকসহ নেতা কর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং ও রিটানিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়ন ফরমগুলো জমা দেন।

আগামী ২০ সেপ্টেম্বর রোববার মনোনয়নপত্র যাচায়-বাছাই হবে।

আওয়ামী লীগ থেকে রাণীনগর উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, বিএনপি থেকে আত্রাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু, জাতীয় পার্টি থেকে রাণীনগর উপজেলা জাতীয় পাটির সভাপতি গোলাম কবির, বাংলাদেশ ন্যাশনালিস্ট পাটি থেকে খন্দকার ইনতেখাব আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রকৌশলী জাহিদুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads