• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
 শেষ সময়ে জমে উঠেছে প্রচার-প্রচারণা

ফাইল ছবি

নির্বাচন

পাবনার সাঁথিয়া পৌর নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে প্রচার-প্রচারণা

  • রফিকুল ইসলাম সান, সাঁথিয়‍া (পাবনা)
  • প্রকাশিত ১২ জানুয়ারি ২০২১

পাবনার সাঁথিয়া পৌর নির্বাচন আগামী ১৬ জানুয়ারি হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শীতের রাতের অন্ধকারেই না ঘুমিয়ে ভোটরদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন তারা।যার যার মতো করে নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। তবে ক্ষমতাসীন দলের প্রতীকে নতুন মুখ দেখে পৌর এলাকার পরিবর্তন, উন্নয়ন হতে পারে বলে মনে করেন সাধারণ। নির্বাচন কমিশনের দাবী ভোটরদের ভোট প্রদানে কোন বাধা আসবে না,সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন ভোটাররা।তবে যে প্রার্থী বিজয়ী হোক না কেন শান্তিতে  থাকতে চান এমন প্রত্যাশা এলাকাবাসীর।

জানা গেছে, এ নির্বাচনে তিনজন পার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন- ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকে সাঁথিয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মাহবুবুল আলম বাচ্চু,বিএনপি থেকে ধানের শীষ মার্কায় মনোয়ন পেয়েছেন সিরাজুল হক ও স্বতন্ত্র র্প্রাথী হিসাবে খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন করছেন আক্তার হোসেন।

পৌর এলাকা রয়েছে ৩১ হাজার ৯২ জন ভোটার।কিন্তু আ”লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাডি লড়াই হবে বলে মনে কারছেন স্থনীয়রা। নির্বাচনকে ঘিরে পৌর এলাকার সর্বত্র টাঙ্গানো হয়েছে পোস্টার। ব্যাপক উৎসাহের মধ্যে চলছে গণসংযোগ ও প্রচার প্রচারনা। উপজেলা জুড়ে চলছে  নির্বাচনীয় আমেজ। 

ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু বলেন,পৌর এলাকার উন্নয়ন করার সুযোগ দিলে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো।আমি এই সাঁথিয়া পৌরসভাকে উন্নয়নের রোল মডেল করতে চাই।আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করি। আমি আমার এমপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু মহোদয়ের নির্দেশে সুদ-ঘুষ-দুর্নীতি ও মাদকমুক্ত  পৌরসভা করতে চাই।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads