• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
এই দিনে : ২৬ জুলাই

সুয়েজ খাল মিসরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল

ছবি: সংগৃহীত

সম্পাদকীয়

এই দিনে : ২৬ জুলাই

  • প্রকাশিত ২৬ জুলাই ২০১৮

১৮০৫ : নেপলসে ভয়াবহ ভূমিকম্পে ৬০০০ লোকের প্রাণহানি ঘটে।

১৮৪২ : ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শালের জন্ম।

১৮৫৬ : ঈশ্বচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় হিন্দু বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ ও চালু হয়।

১৮৬৫ : কীর্তন ও দেশাত্মবোধক গানের বাঙালি গীতিকবি রজনীকান্ত সেনের জন্ম।

১৮৭৬ : রাজনৈতিক মঞ্চ হিসেবে কলকাতায় ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গঠিত হয়।

১৯০৮ : যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) গঠন করা হয়।

১৯৪৫ : রাষ্ট্রসংঘের চার্টারে ৫০টি দেশ স্বাক্ষর করে।

১৯৫৬ : মিসরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদুন নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করেন।

১৯৬৫ : মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।

 

সুয়েজ খাল

সুয়েজ খাল মিসরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উত্তরে ইউরোপ থেকে দক্ষিণে এশিয়া- উভয় প্রান্তে পণ্য পরিবহনে সুয়েজ খাল একটি জলপথ হিসেবে ব্যবহার হয়। এর ব্যাপ্তি ভূমধ্যসাগরের পোর্ট আবু সাঈদ থেকে লোহিত সাগরের সুয়েজ (আল-সুওয়েজ) পর্যন্ত। ফার্দিনান্দ দে লেসেপ্স নামক একজন ফরাসি প্রকৌশলী এই খাল খননের উদ্যোক্তা। সুয়েজ খালের মালিকানা ও পরিচালনা মিসরের সুয়েজ ক্যানেল অথরিটির ওপর ন্যস্ত। ‌আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী সুয়েজ খাল শান্তিকালীন সময় অথবা যুদ্ধকালীন সময়- উভয় ক্ষেত্রেই যেকোনো দেশের পতাকাবাহী বাণিজ্যিক বা যুদ্ধজাহাজের জন্য উন্মুক্ত থাকবে।

-উইকিপিডিয়া অবলম্বনে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads