• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
অঙ্গীকারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ছবি : সংগৃহীত

সম্পাদকীয়

দেশের কথা দশের কথা

অঙ্গীকারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

  • প্রকাশিত ১৫ সেপ্টেম্বর ২০১৮

সংবাদপত্রের গৌরবোজ্জ্বল ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছিল আজকের দিনে, যার নাম ‘বাংলাদেশের খবর’। বিগত তিন বছরে প্রতিদিনের অভিজ্ঞতার মধ্য দিয়ে এটি হয়ে উঠেছে একটি সম্পূর্ণ সংবাদপত্র। আপামর জনসাধারণের অব্যক্ত কথার প্রতিধ্বনি হয়ে অগণিত পাঠকের মননে সাড়া ফেলতে সক্ষম হয়েছে ‘বাংলাদেশের খবর’। নিরলসভাবে পত্রিকাটি দায়িত্বশীলতার সঙ্গে প্রতিদিন তুলে ধরছে ‘দেশের কথা দশের কথা’। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উৎসারিত এই পত্রিকার সম্পাদকীয় প্রতিষ্ঠানের মূলমন্ত্রই হলো বস্তুনিষ্ঠতা।

বাংলাদেশের ইতিহাসে এক অনন্যসাধারণ ঘটনা আমাদের মুক্তিযুদ্ধ। সেই গৌরবদীপ্ত স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক সম্পর্কসূত্রে যুক্ত একুশ শতকের এই সংবাদপত্র। পৃথিবীর সব গণতান্ত্রিক রাষ্ট্রের অভ্যুদয়ের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধেও সংবাদপত্র ও সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সেই ধারাবাহিকতায় আমাদেরও পথচলা সাহসী ও নির্ভীক। প্রতিদিনের কাকডাকা ভোরে লেখায়-রেখায় বর্ণময় তাজা খবরের সম্ভার নিয়ে পাঠকের দুয়ারে পৌঁছে গেছে আমাদের খবর— শহর ও গ্রাম সর্বত্র। তাই উন্নয়ন, গণতন্ত্র, মানবিকতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরে এবং সৃজনশীলতার সমন্বয়ে যাত্রা শুরু করে ‘বাংলাদেশের খবর’ তার তৃতীয় বর্ষ পূরণ করল। আজ একই সঙ্গে এর চতুর্থ বর্ষে পদার্পণ। এই আনন্দঘন মুহূর্তে আমাদের সব শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক অভিবাদন।

সংবাদপত্রকে বিচার করতে হবে তার সময় ও সমাজকে, ধারণ করতে হবে নাগরিক চিন্তা এবং বুঝতে হবে জনগণের ভাষা। তবেই সে বস্তুনিষ্ঠ হয়ে উঠবে পাঠকের কাছে। তখনই তার সংবাদ পরিবেশন ও পর্যালোচনা হবে মুক্তচিন্তার পরিচায়ক। বাংলাদেশে মানসমৃদ্ধ বস্তুনিষ্ঠ সংবাদপত্র ও মুক্তবুদ্ধির চর্চায় অগ্রসরমাণ সংবাদপত্রের সংখ্যা নিতান্তই অপ্রতুল। মূলত সমাজ নিরীক্ষায় সাংবাদিকদের মুক্তচিন্তার প্রসারে এবং দায়িত্বপূর্ণ সংবাদ প্রকাশ ও প্রচারে পাঠক, লেখক ও সম্পাদকের সমন্বিত ইচ্ছাই যথেষ্ট। ‘বাংলাদেশের খবর’ সেই লক্ষ্যপূরণে কাজ করে চলেছে।

ইতিহাসের প্রতিটি পর্যায়ে দেশে ও বিদেশে সর্বত্র সংবাদপত্র পালন করে সময়-নির্ধারিত ভূমিকা। সংবাদপত্র সময়কে প্রতিবিম্বিত করে, বিবেককে করে প্রতিধ্বনিত। কিন্তু কালস্রোতে বদলে যায়, বদলে গেছে অনেক কিছুই। পাঠকের মন ও মননেরও অনেক অদল-বদল ঘটে গেছে এই সময়ে এসে। সঙ্গত কারণেই আমরাও হতে চাই আধুনিক মনের এক প্রাণবন্ত সহযাত্রী। সংবাদপত্রের অন্তর্গত শক্তি হলো দলমত নির্বিশেষে সবার প্রতি শ্রদ্ধাশীল থেকে সত্য-অন্বেষা, দায়িত্বশীলতা, যুক্তি ও বস্তুনিষ্ঠতা। কিন্তু আজকের বাস্তবতায় বিষয়গুলো অনেক সময় উপেক্ষিত হতে দেখা যায়। সেখানেই দৃপ্ত প্রত্যয়ে কথা বলবে দেশর কথা দশের কথা নিয়ে আমাদের ‘বাংলাদেশের খবর’। সেই অঙ্গীকারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads