• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

সম্পাদকীয়

প্রবাস থেকে ফিরে আসছেন কর্মীরা

  • আবদুল হাই রঞ্জু
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০১৮

প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী আয়ের গুরুত্ব যে অপরিসীম, তা বলার আর অপেক্ষা রাখে না। মূলত বিদেশি আয়ের প্রথম স্থানটি পোশাক খাতের, আর পরের স্থানটি ধরে রেখেছে প্রবাসী রেমিট্যান্স। যার বদৌলতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়ছে তরতর করে। এমনকি পশ্চিমাঞ্চলের মানুষের স্বর্ণদ্বার পদ্মা সেতুর মতো সুবিশাল প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। তবে প্রবাসী আয়ের টেকসই ধারাবাহিকতা সবসময় একই ধারায় বিদ্যমান থাকছে না। কোনো মাসে রেমিট্যান্স বেশি হলেও অন্য মাসে বা প্রান্তিকে এসে তা কমে যায়। এর মূল কারণ হচ্ছে, দক্ষ মানবশক্তির অভাব। অনেক সময়েই অপ্রশিক্ষিত কর্মী বিদেশে পাড়ি দিয়েও দক্ষতার অভাবে কম মজুরিতে কাজ করতে বাধ্য হয়। আবার কখনো কখনো বিদেশে পৌঁছেও কাজের সুযোগ পায় না। অনেক ক্ষেত্রে প্রতারিতও হয়ে থাকে। সূত্রমতে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে প্রবাসী আয়ের প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে বাংলাদেশ। চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা ৩৮৫ কোটি ৬৬ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৭৩ শতাংশ বেশি। গত সেপ্টেম্বর মাসে ১১২ কোটি ৭৩ লাখ ডলার প্রবাসীরা দেশে পাঠিয়েছেন। এ পরিমাণ অর্থ গত বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে প্রায় ৩২ শতাংশ বেশি। এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, গত কয়েক বছর ধরেই রেমিট্যান্স প্রবাহ ১৩ থেকে ১৫ বিলিয়ন ডলারের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। গত অর্থবছর অর্থনীতিতে ১৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি হলেও রেমিট্যান্স ১ বিলিয়ন ডলার ছাড়ায়নি। উল্লিখিত বর্ণনা থেকে স্পষ্ট, রেমিট্যান্স প্রবাহের ধারা নানা সময়েই ওঠানামা করে। এর ওপর আবার সাম্প্রতিক সময়ে বিদেশ থেকে বাংলাদেশি কর্মীর দেশে ফেরত আসা অব্যাহত রয়েছে। ফলে রেমিট্যান্স প্রবাহের গতিও ধীরে ধীরে কমার লক্ষণ পরিলক্ষিত হচ্ছে।

গত ৩১ অক্টোবর দৈনিক বাংলাদেশের খবরে ‘টানাপড়েনে জনশক্তি রফতানি’ শিরোনামে খবর প্রকাশিত হয়েছে। ওই খবরের সূত্রমতে, জনশক্তি রফতানিতে নানামুখী টানাপড়েনে মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশ থেকে ফিরে আসছেন বাংলাদেশি শ্রমিকরা। সৌদি আরব ও লিবিয়া থেকে শ্রমিকদের ফিরে আসা অব্যাহত রয়েছে। সৌদি থেকে ফেরা শ্রমিকরা বলছেন, কাজের বৈধ অনুমতিপত্র থাকা সত্ত্বেও দেশটির সরকার তাদের ধরে পাঠিয়ে দিচ্ছে। শাহজালাল বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্কের হিসাবমতে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরব, মালয়েশিয়া, লিবিয়া, লেবাননসহ বিভিন্ন দেশ থেকে ৪৯ হাজার ৩৭০ জন নারী ও পুরুষ শ্রমিক ফেরত এসেছেন। এর মধ্যে ২০১৬ সালে ৪১ হাজার ৬২৬ জন এবং গত ২০১৭ সালে ৫০ হাজার ১৪৮ জন বিভিন্ন দেশ থেকে ফেরত এসেছেন। এর পাশাপাশি মালয়েশিয়া থেকেও নানা কারণে শ্রমিকরা ফেরত আসছেন। মূলত শ্রমিক পাঠানোর বৈধতা ঠিক না থাকায় মালয়েশিয়া থেকে কর্মীদের ফেরত আসতে হচ্ছে। আবার জঙ্গি অপরাধের কারণে সিঙ্গাপুরসহ নানা দেশে জনশক্তির বাজারও দিনে দিনে হাতছাড়া হচ্ছে। আর এসব বাজারে মিয়ানমার, ভিয়েতনামসহ এশিয়ার বিভিন্ন দেশের কর্মীরা প্রবেশ করছে। মূলত বিশ্বব্যাপী রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সংঘাতের কারণেও প্রবাসী বাংলাদেশিদের ফেরত আসতে হচ্ছে। বিমানবন্দরে দায়িত্বরত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) জনশক্তি জরিপ কর্মকর্তা মাহাবুবার রহমান আনসারী বলেন, সৌদি আরব থেকে ফেরা পুরুষ শ্রমিকরা অভিযোগ করছেন, তাদের ধরে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে সৌদি সরকারের ভিশন ২০৩০ অনুযায়ী সৌদি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে দেশটির সরকার। সে কারণেই গত ১২ সেপ্টেম্বর ২০১৮ থেকে শুরু হয়েছে ৩ ধাপে ১২ রকম কর্মসংস্থানের সব ক’টিকে পুরোপুরি বিদেশিমুক্ত করার অভিযান। এই ১২ ধাপের মধ্যে পড়েছে বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান। ব্যাংক অব সৌদি ফ্রান্সির এক সমীক্ষায় দেখা যায়, আগামী ২০২০ সালের মধ্যে নিজ দেশে ফিরে যাবেন বাংলাদেশিসহ ৬ লাখ ৭০ হাজারের বেশি বিদেশি নাগরিক। সূত্রমতে, বর্তমানে সৌদি আরবে ১ কোটি ৬০ লাখ বিদেশি নাগরিক কাজ করছেন। যার মধ্যে ১৫ লাখেরও বেশি বাংলাদেশি। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, সৌদি রাজপরিবারে অস্থিতিশীলতা, তেলের মূল্যপতন, শ্রমবাজার সৌদিকরণ এবং সর্বশেষ সাংবাদিক খাশোগি হত্যা নিয়ে বিদেশি চাপে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার প্রভাব পড়বে বাংলাদেশের শ্রমবাজারে। এ ছাড়া ১২ সেক্টরে বিদেশি শ্রমিক নিষিদ্ধ করায় পার্টনারশিপের ছোট ছোট দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এ ছাড়া সৌদি নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার বিষয়টি পুরোপুরি অনুমোদন পেলে বাংলাদেশসহ অনেক দেশের ড্রাইভাররা চাকরি হারাবেন এবং দেশে ফিরে আসবেন। সৌদি আরবের পাশাপাশি সিরিয়ার অবস্থাও ভালো নয়। গত আগস্ট থেকে দেশটির বিভিন্ন মিলিশিয়া বাহিনীর কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াইয়ের কারণেও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার আইওএমের সহায়তায় গত কয়েক মাসে লিবিয়ায় আটকে পড়া বহু বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে। সংযুক্ত আরব আমিরাতের অবস্থাও তথৈবচ। ২০০৮ সালে ৪ লাখ ১৬ হাজার ৩৩৫ জন বাংলাদেশি সেখানে গেছে। অথচ সে হার কমতে কমতে চলতি বছরের জানুয়ারী থেকে আগস্ট পর্যন্ত এ সংখ্যা দাঁড়ায় মাত্র ২ হাজার ১৬ জনে। এ ছাড়াও কাতার, লেবানন, জর্ডান, বাহরাইনের অবস্থাও একই রকম। এসব দেশের শ্রমবাজারও দিনে দিনে সঙ্কুচিত হয়ে আসছে।

মোদ্দাকথা, শুধু মধ্যপ্রাচ্যভিত্তিক শ্রমবাজারের ওপর নির্ভরশীল হলে চলবে না। পৃথিবীর অন্যান্য দেশে নতুন শ্রমবাজারের সন্ধান করে আমাদের মানব সম্পদকে প্রবাসে পাঠানোর ব্যবস্থা নিতে হবে। কারণ আমাদের সম্পদের মধ্যে মানবসম্পদই অন্যতম। এই মানবসম্পদকে কাজে লাগাতে না পারলে আমাদের অর্থনীতিকে কাঙ্ক্ষিত পর্যায়ে সমৃদ্ধিশালী করা সম্ভব হবে না। আমরা আশা করছি, সরকার আমাদের মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগানোর উদ্যোগ নেবে। তাহলে শুধু মানবসম্পদকে কাজে লাগিয়ে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ মসৃণ করতে পারব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads