• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

সম্পাদকীয়

সম্পর্কের সংজ্ঞা হয় না: শিক্ষক কাজী খাদিজা আক্তার

  • প্রকাশিত ১৮ অক্টোবর ২০২০

খুব ছোটবেলায় থানার নদীর ঘাটে একবার এক বেদের দল অনেকগুলো নৌকা বেঁধেছিল। বিকাল হলেই ছুটে যেতাম নদীর ঘাটে। অনেক কথা অনেক প্রশ্ন হতো। কখনো কখনো ওদের নৌকায় বসে একসাথে খেতাম। ওদের মাছ ধরা দেখতাম। ঝগড়া শুনতাম। তারপর একদিন ওরা কোথায় যেন হারিয়ে গেল। আর কোনো দিনও দেখা হলো না। এমনতর সম্পর্কের স্মৃতি আমাদের সবার জীবনেই আছে।

কে কবে মনে রেখেছে এমন ছোট ক্ষণস্থায়ী সম্পর্কগুলোকে? তবে এটাতো অস্বীকার করা যায় না যে এই মধুর সম্পর্কগুলো আমাদের জীবন স্মৃতিকে অনেক সমৃদ্ধ করেছে।

কথাগুলো বলছিলেন কাজী খাদিজা আক্তার। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল কলেজের প্রভাষক তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন। লেখালেখির বিস্তর অভ্যাস আছে তার।

প্রাণ কিংবা মানুষের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, সম্পর্কের সুতো ধরে টান দিলে লক্ষ্য কোটি সম্পর্ক চোখের সামনে দৃশ্যমান হয়ে ওঠে নানান রঙে, সুরে বেসুরে, অস্পষ্ট আলোয়, ধূসর দূরত্বে, অসীম গভীরে, আড়ালে সংগোপনে। সম্পর্কের কোনো সংজ্ঞা হয় না। জীবনে চলার পথে কত সম্পর্কে আমরা প্রতিনিয়ত জড়িয়ে যাই। সম্পর্কের সাথে সম্পর্কিত শব্দগুলো ভালোবাসা, মায়া মমতা, আন্তরিকতা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা হলেও সূক্ষ্মভাবে লুকায়িত থাকে ‘স্বার্থ’ শব্দটি।

এ শিক্ষক বলেন, সম্পর্কের শুরু থেকে যদি বলি তাহলে সেটা রক্তের সম্পর্ক। সন্তানের সাথে মা-বাবার সম্পর্ক পৃথিবীর সবচাইতে বিশুদ্ধ এবং নিরেট আর নিঃস্বার্থ সম্পর্ক। মা-বাবার মতো নিঃস্বার্থভাবে সন্তানের সাথে সম্পর্ক কেউ টিকিয়ে রাখতে পারে না। এ এক মধুর নির্মল সম্পর্ক। তার পরও একটা সময় পার হয়ে গেলে সন্তান যখন পৃথিবীর মাটিতে শক্ত হয়ে চলতে শিখে যায় তখন অনেক ক্ষেত্রেই মা-বাবার সম্পর্কটাও কি একটু হাল্কা হয়ে যায় না? শুনতে অস্বাভাবিক  লাগলেও কোনো কোনো সময় এটাই স্বাভাবিক। আর স্বাভাবিক বলেই আমাদের সাধারণ সমাজে হাজারো পরিবারে ভালোবাসার ভাগবাটোয়ারায় তারতম্য এক নিত্য চিত্র। এবং চরম কঠিন হলেও একটা সত্য যে সত্যিই সত্য সেটা হলো, কন্যা সন্তান এবং পুত্র সন্তানের মধ্যে ভালোবাসার এবং মেনে নেওয়ার পার্থক্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads