• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

ফাইল ছবি

শিক্ষা

ইউআইটিএসের সমাবর্তনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ মার্চ ২০১৮

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস’র (ইউআইটিএস) তৃতীয় সমাবর্তন আজ বৃহস্পতিবার। 

রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (নবরাত্রি, হল-৪) দুপুর দেড়টায় এ সমাবর্তন হবে।  

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করবেন।  এতে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।  উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।  

UITS

বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ সমাবর্তনে বক্তব্য দেবেন।

স্বাগত বক্তব্য দেবেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ ও শিল্পগোষ্ঠি পিএইচপির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।   

অনুষ্ঠানটি দুপুর আড়াইটা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা, এটিএন নিউজ, বিজয় টিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল।

পিএইচপি পরিবারের উদ্যোগে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম তথ্য ও প্রযুক্তিভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএস। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads