• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে কাফন মিছিল করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

শিক্ষা

চাকরিতে বয়স ৩৫’র দাবিতে কাফন মিছিল

  • প্রকাশিত ০৫ মে ২০১৮

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে কাফনের কাপড় পড়ে মিছিল করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার রাজধানীর শাহবাগের জাদুঘরের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত মিছিল নিয়ে ফের শাহবাগে অবস্থান কর্মসূচিতে মিলিত হন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন মিডিয়া জরিপেও চাকরির বয়স ৩৫ করার বিষয়ে মত উঠে এসেছে। দাবিটির পক্ষে প্রথম আলোর পাঠক জড়িপ ৯১.১১%, সমকাল ৯৭%, এনটিভি ৯৭% হ্যাঁ ভোট পড়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রর এই দাবিটি কেন বাস্তবায়ন করা হচ্ছে না, সেটি বোধগম্য নয়।

আন্দোলনের আহবায়ক সঞ্জয় দাস বলেন, চাকরিত প্রবশের বয়সসীমা ৩৫ করলে দেশের মেধা রক্ষা হব। নতুবা মেধাবীরা তাদের যোগ্যতা প্রমাণ থেকে বঞ্চিত হবে।  তিনি আরও বলেন, আগামী ৩১ মের মধ্যে সরকার দাবি না মানলে দেশব্যাপী অবরোধের মতা কঠোর কর্মসূচি পালন করা হবে।

আহবায়ক আরো বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু যখন ৪৫ বছর ছিল তখন চাকরিতে প্রবেশর বয়সসীমা ছিল ২৭ বছর, যখন ৫০ ছাড়লা তখন প্রবেশের বয়সসীমা হলা ৩০ বছর। বর্তমান বাংলাদশর মানুষর গড় আয়ু ৭২ বছর অথচ চাকরিতে প্রবেশের বয়সসীমা এখনও অপরিবর্তিতই রয়ে গেছে। তাই অতি শিগগিরেই চাকরিতে আবদনের বয়সসীমা ৩৫ বছর করা হোক।

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয় চলার জন্য চাকরিতে প্রবেশের বয়সসীমা অবশ্যই ৩৫ বছর করা হোক। কারণ উন্নত বিশ্বকে আমরা অনুসরণ কর শিক্ষা, চিকিৎসা, কৃষি, তথ্যপ্রযুক্তি, জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে সাফল্য অর্জন করছি। তদ্রুপ চাকরিতে প্রবেশের ক্ষেত্রেও উন্নত বিশ্বকে অনুসরণ কর দক্ষ জনশক্তিক কাজে লাগিয়ে আমরাও সফলতা অর্জন করতে পারি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads