• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)

সংরক্ষিত ছবি

শিক্ষা

জবি শিক্ষক নাসিরের চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার হয়নি

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ মে ২০১৮

প্রকাশনা জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশ স্থগিত করা হয়নি বলে জানিয়েছেন জবি উপাচার্য ড. মীজানুর রহমান। নাসির উদ্দিনের চাকরিচ্যুতির আদেশ স্থগিত করা হয়েছে— তার (নাসির উদ্দিন) পক্ষে আন্দোলনকারী শিক্ষার্থীদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য এ কথা জানান। তিনি আরো জানান, আন্দোলন করে এ আদেশ প্রত্যাহার করা যাবে না।

এদিন সকাল ১১টায় সাধারণ ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন জবি ভিসি। সভাকক্ষে ১৫ জন ছাত্র প্রতিনিধিসহ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ বৈঠকে অংশ নেন। ঘণ্টাখানেকের বৈঠক শেষে তারা তাদের আন্দোলন সফল হয়েছে দাবি করে সাংবাদিকদের জানান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিনের চাকরিচ্যুতির আদেশ স্থগিত করা হয়েছে। উপাচার্য তাদের আশ্বাস দিয়েছেন, ওই শিক্ষককে চাকরিতে বহাল করা হবে এবং তিনি শিগগিরই ক্লাসে ফিরবেন। এর পরপরই রোববারের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করেন তারা।

অন্যদিকে শিক্ষার্থীদের বক্তব্য সঠিক নয় দাবি করে উপাচার্য জানান, ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বলা হয়েছে তাকে (নাসির উদ্দিন) আবেদন করতে হবে। সেটা তিনি যেভাবে চাইবেন (পুনর্বিবেচনা বা ক্ষমা প্রার্থনা) সিন্ডিকেট সেভাবেই বিবেচনা করবে। এর বাইরে কোনোভাবেই তাকে চাকরিতে বহালের সুযোগ নেই।

প্রসঙ্গত, জবির ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের একাংশের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের বিরুদ্ধে প্রকাশনা জালিয়াতির অভিযোগ এনে গত ২৬ এপ্রিল তাকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads