• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

প্রতীকী ছবি

শিক্ষা

মাদারীপুরে প্রশ্ন ফাঁসে গ্রেফতার ১৬ জন রিমান্ডে

  • মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ মে ২০১৮

সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে আটক ১৬ জনকে তিন দিন করে রিমান্ডে নিয়েছে মাদারীপুরের গোয়েন্দা পুলিশ। সোমবার বিকালে সদর হাসপাতালে প্রত্যেকের মেডিকেল পরীক্ষা শেষে তাদের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ৩ মে ওই ১৬ জনকে আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। পরে শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাকির হোসেন প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

২০ এপ্রিল মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকার দুটি বাসা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী চক্রের ১৬ জনকে আটক করে ডিবি পুলিশ। এ সময় ল্যাপটপ, প্রিন্টার, ইলেকট্রোনিক ডিভাইসসহ প্রশ্নপত্র জব্দ করা হয়। আটককৃতরা সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরে চাকরিরত বলেও জানায় পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads