• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কবি সামাদ ঢাবির নতুন উপ-উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ।

সংগৃহীত ছবি

শিক্ষা

কবি সামাদ ঢাবির নতুন উপ-উপাচার্য

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ মে ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হয়েছেন সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ সামাদ।

২৭ মে রোববার দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে খবরটি জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে চিঠি দ্রুত চলে আসবে।

মুক্তিযুদ্ধের আদর্শের এই শিক্ষাবিদ, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাতীয় কবিতা পরিষদের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত। মুহাম্মদ সামাদ-এর জন্ম ১৯৫৬ সালে ময়মনসিংহ জেলার জামালপুরে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উইনোনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং অধ্যাপক ছিলেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়-১) হাবিবুর রহমান বলেন, রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ অধ্যাপক মুহাম্মদ আবদুস সামাদকে চার বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসাবে নিয়োগ দিয়েছেন।

উপ-উপাচার্য পদে মুহাম্মদ সামাদ উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। উপ-উপাচার্য (প্রশাসন) হিসাবে দায়িত্ব পালন করে আসা অধ্যাপক আখতারুজ্জামানকে গত ৪ সেপ্টেম্বর উপাচার্যের দায়িত্ব দেয় সরকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads