• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
‘মাধ্যমিক শিক্ষার মান  উন্নয়নে সবাই মিলে  কাজ করতে হবে’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

সংরক্ষিত ছবি

শিক্ষা

‘মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে সবাই মিলে কাজ করতে হবে’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে সবাই মিলে কাজ করতে হবে। সমগ্র জাতির ভবিষ্যৎ নির্মাণ এবং নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টায় অর্জন সম্ভব হবে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে অনেক অগ্রগতি সাধিত হয়েছে। এত অল্প সময়ে শিক্ষাক্ষেত্রে এমন অগ্রগতি আর কোথাও হয়নি।

শিক্ষামন্ত্রী গতকাল ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটরিয়ামে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত ৯ বছরে সবার জন্য শিক্ষার সুযোগ উন্মুক্ত হয়েছে। সব শিশু এখন বিদ্যালয়ে যাচ্ছে। তিনি বলেন, আমাদের শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করা। একই সঙ্গে ভালো মানুষ হিসেবে তৈরি করা, যারা হবে দেশপ্রেমে উজ্জীবিত, জনগণের প্রতি শ্রদ্ধাশীল পরিপূর্ণ মানুষ।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় জেন্ডার সমতা অর্জন সম্ভব হয়েছে। মাধ্যমিক শিক্ষার উন্নয়নে সেসিপ প্রোগ্রামের আওতায় গুণগত মান, দক্ষ ব্যবস্থাপনা ও সুযোগ সম্প্রসারণে কাজ করছে। এর মাধ্যমে ছয় লাখ ৭৮ হাজার ২১১ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০ হাজার স্কুল ও মাদরাসায় বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে।

শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে দাবি নুরুল ইসলাম নাহিদ বলেন, ২০০৯ সালে মাত্র এক শতাংশ শিক্ষার্থী কারিগরি শিক্ষা গ্রহণ করত। বর্তমানে কারিগরি শিক্ষায় ১৪ শতাংশ এনরোলমেন্ট সম্ভব হয়েছে। ২০২০ সালে তা ২০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে। মন্ত্রী আরো বলেন, সাধারণ শিক্ষা ও মাদরাসা শিক্ষার মধ্যে সমন্বয় সম্ভব হয়েছে। মাদরাসা শিক্ষাব্যবস্থায়ও সাধারণ শিক্ষার মতো ইংরেজি, গণিত, বিজ্ঞান, আইসিটি, রসায়নসহ সব বিষয় পড়ানো হয়।

সেসিপের যুগ্ম প্রোগ্রাম পরিচালক মো. আবু ছাইদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দীন খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর মোহাম্মদ শামছুল হুদা এবং নায়েমের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক ও সেসিপের উপপরিচালক ড. শামসুন নাহার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads