• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আরো ৮৫০ শিক্ষক-শিক্ষার্থী চীন যাচ্ছেন

কারিগরি শিক্ষক-শিক্ষার্থী বৃত্তি

প্রতীকী ছবি

শিক্ষা

আরো ৮৫০ শিক্ষক-শিক্ষার্থী চীন যাচ্ছেন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

শিগগিরই আরো ৮৫০ জন কারিগরি শিক্ষক-শিক্ষার্থী বৃত্তি নিয়ে চীন যাচ্ছেন। এর মধ্যে ৮০০ শিক্ষার্থী ও ৫০ জন শিক্ষক। শিক্ষার্থীরা ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং শিক্ষকরা ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি গ্রহণ করবেন। গত বছর থেকে চীনের এ স্কলারশিপ (বৃত্তি) চালু হয়েছে।

গতবার বাংলাদেশের ৩০৮ শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে চীনের ১০টি প্রতিষ্ঠানে পড়তে যান। চীন সরকারের প্রতিনিধিসহ চীনের ১৭টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪ প্রতিনিধি বর্তমানে বাংলাদেশে অবস্থান করে স্কলারশিপের জন্য আগ্রহী শিক্ষক-শিক্ষার্থীদের বাছাই কার্যক্রমে অংশ নিচ্ছেন।

গত সোমবার রাতে স্থানীয় একটি হোটেলে বাংলাদেশে অবস্থানরত চীনা প্রতিনিধিদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সোহরাব হোসেন, কারিগরি ও মাদরাসা সচিব মো. আলমগীর, চীনের রাষ্ট্রদূত মি. ঝাং জউ, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের বাছাই পর্বে দেশের ১১৭টি সরকারি-বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের ৯০০ শিক্ষার্থী অংশ নেন। সেখান থেকে ৮০০ জনকে বাছাই করা হয়। এই শিক্ষার্থীরা চীনে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স শেষে সেখানেই উচ্চতর ডিগ্রি অর্জন বা চাকরির সুযোগ পাবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads