• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে

বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থীরা

সংরক্ষিত ছবি

শিক্ষা

প্রবাসী শিক্ষার্থীদের বিবৃতি

বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে

  • ঢাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৮

কোটা সংস্কারে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ও রিমান্ডে নিয়ে যাওয়ার ঘটনায় বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থীরা। এসব দমন-নিপীড়নের প্রতিবাদ জানিয়ে গতকাল শনিবার ইউরোপ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ৬২ জন শিক্ষার্থী এক বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘দমন-পীড়নের ঘটনা দিয়ে আমরা বহির্বিশ্বে পরিচিত হতে চাই না। এসব ঘটনার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তথা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, যা খুবই দুঃখজনক।’

শিক্ষার্থীরা বলেন, ‘পূর্বঘোষিত শান্তিপূর্ণ আন্দোলনে দমন-পীড়নের ঘটনা খুবই উদ্বেগজনক। ন্যায্যতা ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য কোটা সংস্কার যৌক্তিক একটি দাবি। ‘আন্দোলনরত শিক্ষার্থীদের অনেককে পুলিশ গ্রেফতার ও হয়রানি করছে। এমনকি নেতাদের রিমান্ডে নেওয়ার মতো ঘটনাও ঘটছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং অভিভাবকরা এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নিপীড়িত হয়েছেন। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রত্যেক শিক্ষার্থী এবং শিক্ষকের জন্য নিরাপদ আশ্রয়। শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে দুর্বৃত্তায়ন বন্ধ করা খুবই জরুরি। আমরা সরকারকে দ্রুত চলমান অবস্থার যৌক্তিক সমাধানের আহ্বান জানাই। সেই সঙ্গে সব আক্রান্ত শিক্ষার্থীর অবিলম্বে সুচিকিৎসা, গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া এবং যারা এসব বর্বরোচিত হামলা করেছে, তাদের উপযুক্ত শাস্তির জোর দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads