• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সমাজে গবেষকের সংখ্যা অত্যান্ত অল্প- ড. মীজানুর রহমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান

সংরক্ষিত ছবি

শিক্ষা

সমাজে গবেষকের সংখ্যা অত্যান্ত অল্প- ড. মীজানুর রহমান

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “সমাজে গবেষকের সংখ্যা অত্যান্ত অল্প, আবার সকলে গবেষক হতে পারে না। কারণ গবেষককে হতে হয় সৃজনশীল। পৃথিবীতে মানব সভ্যতার অগ্রগামীতার পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে গবেষকদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত দিক দিয়ে পিছিয়ে থাকলেও গবেষণা ও নতুন নতুন জ্ঞান সৃজন এবং বিতরণে একদিন দেশের নেতৃত্ব দেবে।” জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উদ্যোগে গতকাল রোববার (১৫ জুলাই) মার্কেটিং বিভাগের সেমিনার কক্ষে ‘রিসার্চ মেথডোলজি’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এসময় তিনি শিক্ষার্থীদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে এবং গবেষণার নতুন দ্বার উন্মোচনে এ ধরনের সংগঠনের সাথে যুক্ত হওয়ার তাগিদ দেন। উক্ত সেমিনারে ‘কী নোট স্পিকার’ হিসেবে উপস্থিত ছিলেন উপস্থাপন করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ হুমায়ূন কবীর চৌধুরী এবং প্রবন্ধ উপস্থাপন করেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বিনতে ইকবাল, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি’র মডারেটর ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহ মো. আরিফুল আবেদ বক্তব্য প্রদান করেন। এছাড়াও ছাত্রদের পক্ষ থেকে সংগঠনের আহ্বায়ক সালমান সোহেল শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিতু কুন্ডু। এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল “জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (জেএনইউআরএস)”।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads