• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
পাসের হারে এগিয়ে মেয়েরা

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের পর মেয়েদের উল্লাস

ছবি: সংগৃহীত

শিক্ষা

পাসের হারে এগিয়ে মেয়েরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ জুলাই ২০১৮

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে গতবারের মতো এবারো ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ৮৮ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৬৯ দশমিক ৭২ শতাংশ। তবে জিপিএ-৫-এ এগিয়ে ছেলেরা।

এবার সারা দেশে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন।

এইচএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৬ লাখ ৮০ হাজার ৮৪৮ জন ছাত্র অংশ গ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৪ লাখ ৩৪ হাজার ৯৫৮ জন। পাসের হার ৬৩ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ১৫ হাজার ৫৮১ জন।

একইভাবে এবারের পরীক্ষায় ৬ লাখ ৭ হাজার ৯০৯ জন ছাত্রী অংশ গ্রহণ করে। এর মধ্যে পাস করে ৪ লাখ ২৩ হাজার ৮৪৩ জন। মেয়েদের পাসের হার ৬৯ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩৬৮১ জন ছাত্রী।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে সারাদেশে ২ হাজার ৫৪১ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা চলে ১৩ মে পর্যন্ত। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads