• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন জবির ৬ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সাথে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন জবির ৬ শিক্ষার্থী

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুলাই ২০১৮

২০১৭ সালে স্নাতক পর্যায়ে অনুষদ ভিত্তিক সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্তির ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ পেয়েছেন ছয়জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ প্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল বাকী, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

স্নাতক পর্যায়ে অনুষদ ভিত্তিক সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্তির ভিত্তিতে ২০১৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ প্রাপ্তরা হলেন,

১. কলা অনুষদভুক্ত বিভাগসমূহের মধ্যে ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ সালাউদ্দিন,

২. বিজনেজ স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের মধ্যে ফিন্যান্স বিভাগের ইসরাত জাহান প্রিয়া,

৩. বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের মধ্যে পরিসংখ্যান বিভাগের শমরিতা দাস,

৪. সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের মধ্যে সমাজকর্ম বিভাগের হ্যাপি কবির,

৫. আইন অনুষদভুক্ত বিভাগসমূহের মধ্যে আইন বিভাগের খান নাসহিদ হাসান এবং

৬. লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহের মধ্যে মাইক্রোবায়োলজি বিভাগের সালমা আক্তার সুইটি।

গত বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭’ প্রদান অনুষ্ঠানে মনোনীত শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads