• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
এমবিবিএসে ভর্তি পরীক্ষা ৫ অক্টোবর

এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে আগামী ৫ অক্টোবর

সংরক্ষিত ছবি

শিক্ষা

এমবিবিএসে ভর্তি পরীক্ষা ৫ অক্টোবর

ডেন্টালে ৯ নভেম্বর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৮

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে আগামী ৫ অক্টোবর। ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আগামী শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৭ আগস্ট। আবেদন জমার শেষ সময় ১৮ সেপ্টেম্বর। বিডিএস ভর্তি অনলাইন আবেদন জমা দেওয়ার সময় ১৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ হবে। অন্য বছরের মতো ‘কঠোর নিরাপত্তা ও সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার জন্য’ সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সরকার গত চার বছর ধরে মেডিকেল শিক্ষার মান ঊর্ধ্বে রাখতে যে অবস্থান বজায় রেখেছে, তার ব্যত্যয় আগামীতেও ঘটবে না। বিশেষ করে চিকিৎসা শিক্ষায় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আগের কঠোর নজরদারি এবারো থাকবে। একটি স্বচ্ছ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারো মেধাবীরা এমবিবিএসে ভর্তির সুযোগ পাবে।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads