• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
৭ দফা দাবিতে চবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সংরক্ষিত ছবি

শিক্ষা

৭ দফা দাবিতে চবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • চবি প্রতিনিধি
  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৮

শাটল ট্রেনের বগি বৃদ্ধি, নিরাপদ যোগাযোগের ব্যবস্থা করাসহ ৭ দফা দাবিতে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এ সময় দুর্ঘটনায় পা হারানো রবিউল আলমের চিকিৎসা ব্যবস্থা ও ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য চাকরির দাবি জানান তারা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় আন্দোলন করেন শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো- শাটল ট্রেনের বগি বৃদ্ধি ও সংস্কার, স্টেশনে নিরাপত্তা বাড়ানো, রেললাইন সংস্কার ও ডাবল রেল চালু, বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবক’টি স্টেশনে নিরাপত্তা জোরদার ও জনবল নিয়োগ, শাটল ট্রেনে বহিরাগতদের যাতায়াত বন্ধ করা, রবিউলের পূর্ণাঙ্গ চিকিৎসা ও পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া, রেলস্টেশনগুলোকে আধুনিকায়ন, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বাস চালু করা ইত্যাদি।

গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করতে জড়ো হন চবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সাধারণ শিক্ষার্থীরাও এর সঙ্গে একাত্মতা জানান।

চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক এইচএম ফজলে রাব্বী সুজনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপুসহ পা হারানো রবিউল আলমের সহপাঠীরা। এর আগে গত বুধবার সকালে চট্টগ্রাম নগরীর ষোলোশহর রেলস্টেশনে শাটল ট্রেনে কাটা পড়ে পা হারান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রবিউল আলম। আহত রবিউলের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফে। তিনি চবি শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads