• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
এ কেমন পরীক্ষা!

এ কেমন পরীক্ষা!

প্রতীকী ছবি

শিক্ষা

এ কেমন পরীক্ষা!

  • বেনাপোল (যশোর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ আগস্ট ২০১৮

পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ জন। আর পরীক্ষার টেবিলে সবার সামনেই বই খোলা। বই দেখে সবাই লিখছেন। এ ঘটনা যশোরের শার্শা উপজেলার নাভারণ হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজে। পরীক্ষার্থীরা প্রিন্সিপাল ডা. ওবায়দুল কাদিরের উপস্থিতিতেই বই খুলে লিখছিলেন।

ডা. ওবায়দুল কাদিরের তত্ত্বাবধানে পরিচালিত নাভারণ হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ কেন্দ্রে গতকাল রোববার বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষায় অতীতের সব রেকর্ড ভঙ্গ হয়। সম্পূর্ণ ফ্রি স্টাইলে বই সামনে রেখে সবাই পরীক্ষা দিচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে স্থানীয় সাংবাদিকরা সেখানে সরেজমিন গিয়ে বিষয়টি অবলোকন করেন। বই খুলে লেখার দৃশ্যের ছবি সাংবাদিকরা তুলতে গেলে বাধা এবং হুমকি দেন স্বয়ং প্রিন্সিপাল ডা. ওবায়দুল কাদির। এরপর তার পেটুয়া বাহিনী দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে সাংবাদিকদের বের করে দেন।

এ ব্যাপারে প্রিন্সিপাল ডা. ওবায়দুল কাদির সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলবেন না বলেও সাফ জানিয়ে দেন। একপর্যায়ে অসৌজন্যমূলক আচরণও করেন তিনি।

বিষয়টি শার্শার ইউএনও পুলক কুমার মণ্ডলকে জানানো হলে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads