• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সরকারি হলো আরো পাঁচ কলেজ

শিক্ষা মন্ত্রণালয়

সংগৃহীত ছবি

শিক্ষা

সরকারি হলো আরো পাঁচ কলেজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০১৮

নতুন করে দেশে আরো পাঁচটি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। ফলে দেশে সরকারি কলেজের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৩টি।

আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সরকারি হওয়া পাঁচ কলেজ হলো-

১. রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলেজ,

২. দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল ডিগ্রি কলেজ,

৩. খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজ,

৪. রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি কলেজ এবং

৫. বাগেরহাটের কচুয়া উপজেলার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ।

ফলে সরকারি হওয়া এ ৫টি কলেজের শিক্ষকদের অবস্থান, বদলি ও পদোন্নতি বিষয়গুলো নির্ধারণ করা হবে নতুন বিধিমালা অনুযায়ী। আজ থেকেই তারা সরকারি বেতন-ভাতাসহ সব সুবিধা পাবেন।

সরকারিকৃত কলেজশিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা ২০১৮-এর আলোকে এ কলেজগুলো সরকারি করার সিদ্ধান্ত হয়েছে। সরকারের সিদ্ধান্ত হলো, যেসব উপজেলায় কোনও সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজকে সরকারি করা। তারই আলোকে এ কলেজগুলো সরকারি করা হয়েছে।

এর আগে গেল ১২ আগস্ট দেশের ২৭১টি বেসরকারি কলেজকে সরকারি করা হয়। নতুন ৫টিসহ ২৭৬টি কলেজ এ বছরে সরকারি করা হলো। ফলে দেশে এখন সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৩টি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads