• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শীতকালীন নবীনবরণ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

সংগৃতী ছবি

শিক্ষা

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শীতকালীন নবীনবরণ

  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর ২০১৮

নানা আয়োজনের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শীতকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবার স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে ১৩টি বিভাগে প্রায় ১০০০ শিক্ষার্থীকে বরণ করা হয়। প্রতিটি বিভাগ নিজ নিজ শিক্ষার্থীদের জন্য আলাদা করে অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এসব অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য ও মেঘনা ব্যাংকের চেয়ারম্যান, এইচএন আশিকুর রহমান এমপি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনকে কাজে লাগিয়ে দেশের সুনাগরিক হিসেবে তৈরি হওয়ার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে একাডেমিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবে সক্রিয় হয়ে মানবীয় গুণাবলির বিকাশ ঘটানোর সুযোগ নেওয়ার পরামর্শ দেন।

বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads