• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সরকারি হলো আরও ৪৩ বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত

শিক্ষা

সরকারি হলো আরও ৪৩ বিদ্যালয়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৮

নতুন করে আরও ৪৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। এ বিষয়ে আজ বুধবার পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এগুলো নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে ৫৫১টি।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার সই করা এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২৪ সেপ্টেম্বর থেকে ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো। আজ থেকে শিক্ষকরা সব প্রকার সরকারি সুবিধা পাবেন। জাতীয়করণ হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের কোনও শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।

দেশে পুরনো মোট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল ৩৩৩টি। চলতি বছরে ১৭৫টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। বর্তমানে নুতন করে আরও ৪৩ বিদ্যালয় জাতীকরণে দেশে মোট সরকারি বিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫১টি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads