• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

সংগৃহীত ছবি

শিক্ষা

ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে ১৪ শতাংশ পরীক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

'খ' ইউনিটে ৩৫ হাজার ৭২৬ জন আবেদনকারীর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৩ হাজার ৮৯৭ জন। তাদের মধ্যে যারা ন্যূনতম ৪৮ নম্বর পেয়েছেন, তাদেরই ভর্তির জন্য যোগ্য বিবেচনা করে ফল প্রকাশ করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ( admission.eis.du.ac.bd ) থেকে ফল জানতে পারবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads