• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
জবির দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষার্থী মেহেদী হাসান এবং মাসফিক খান আদর

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

জবির দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে ৬ শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করার ঘটনায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী দর্শন বিভাগের মেহেদী হাসান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাসফিক খান আদর কে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ,তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর-২০১৮ তারিখ ‘দূর্জয়’ বাসে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের গ্রুপ স্টাডিরত ৬ জন শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করার ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্টের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এবং এ আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ নয় ও শৃঙ্খলা পরিপন্থী বিধায় দর্শন বিভাগের মেহেদী হাসান (আইডি # ই১৬০১০৬০৪৮) এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাসফিক খান আদর (আইডি # ই১৬০৩০৫০৩৭)-কে সাময়িক বহিস্কার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads