• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বেরোবি ভর্তির আবেদন শুরু আজ থেকে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

সংগৃহীত ছবি

শিক্ষা

বেরোবি ভর্তির আবেদন শুরু আজ থেকে

  • বেরোবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরেবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ¯œাতক(১মবর্ষ) ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ ২৬শে সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে, চলবে ১৫ই অক্টোবর রাত ১২ টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২-৬ ডিসেম্বর।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর সূত্র জানা যায়, এ বছর ছয় টি অনুষদের অধীনে ২১টি বিভাগে মোট ১৩১৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০০ নম্বরের। এর মধ্যে ৮০ নম্বর এমসিকিউ এবং ২০ নম্বর একাডেমিক (এসএসসি এবং এইসএসসি ) ফলাফলের ভিত্তিতে। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৩০ (এমসিকিউ)।

বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট হতে অনলাইনে ভর্তি ফরম পুরণ করে টেলিটক প্রিপেইডের মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে। ইউনিট ভিত্তিক ফরমের মূল্য এ ইউনিট (কলা অনুষদ) ৪৪০ টাকা, বি ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৬০৫ টাকা, সি ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ৪৯৫টাকা, ডি ইউনিট (বিজ্ঞান অনুষদ) ৪৯৫টাকা,ই ইউনিট (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ৩৮৫ টাকা, এফ ইউনিট (জীব ও ভু-বিজ্ঞান অনুষদ) ৩৮৫ টাকা।

উল্লেখ্য ভর্তি পরীক্ষার আবেদনসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.brur.ac.bd থেকে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads