• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
শাহজাদপুরে চাকুরী ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে চার শিক্ষক

মানচিত্রে সিরাজগঞ্জ

সংগৃহীত ছবি

শিক্ষা

শাহজাদপুরে চাকুরী ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে চার শিক্ষক

  • প্রকাশিত ০২ নভেম্বর ২০১৮

শাহজাদপুর ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ার পর চার সহকারি শিক্ষককে চাকুরীচ্যুত করার অভিযোগ পাওয়া গেছে। চাকুরীচ্যুত ওই চার  শিক্ষক  চাকুরি ফিরে পেতে এখন বিভিন্ন দফতরে ঘুরছেন ।

গতকাল শুক্রবার চাকুরীচ্যুত চার শিক্ষক লিখিতভাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গত প্রায় নয় বছর যাবৎ অত্র বিদ্যালয়ে তারা দায়িত্ব পালন করে আসছেন। গত ১১ অক্টোবর শাহজাদপুরের প্রাচীন এই বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ২৩ অক্টোবর পাঁচ শিক্ষকের মধ্যে চার শিক্ষককে চাকুরি থেকে অব্যাহতির দেন। অথচ বর্তমানে যে সকল বিদ্যালয় ইতিমধ্যে জাতীয়করণ করা হয়েছে, প্রত্যেক বিদ্যালয়ের অর্থায়নে কর্মরত সকল শিক্ষকগণ এখনো বহাল আছেন। চাকুরিচ্যুত চার শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, মোছাঃ রোকছানা খাতুন, সুবর্ণা কর্মকার ও জাহানারা জানান প্রতিকার চেয়ে তারা গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বরাবর একটি দরখাস্ত দিয়েছেন ।

শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষক ছাঁটাইয়ের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে। এখানে আমার কিছুই করার নেই’।

উপজেলা নিবার্হী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুলটি সরকারিকরণ  হওয়ার পর টিউশন ফি থেকে কোনো শিক্ষককে বেতন দেয়ার সুযোগ নেই । তাই অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত চার শিক্ষককে বিদ্যালয়ে আসতে বারন করে দেওয়া হয়েছে। বর্তমানে বিদ্যালয়ে যিনি অস্থায়ী শিক্ষক হিসেবে এখনো বহাল আছেন তিনি একমাত্র ধর্মীয় শিক্ষক। ধর্মীয় শিক্ষক না থাকায় তাকে রাখা হয়েছে। শিক্ষক আসলে তাকেও বাদ দিয়ে দেয়া হবে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads