• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ঢাবির দরজা খুলল হূদয়দের জন্য

ঢাকা বিশ্ববিদ্যালয়

সংরক্ষিত ছবি

শিক্ষা

ঢাবির দরজা খুলল হূদয়দের জন্য

  • ঢাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০১৮

মায়ের কোলে চড়ে ভর্তি পরীক্ষা দিতে আসা নেত্রকোনার হূদয় সরকারকে প্রতিবন্ধী কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় হূদয়ের মতো শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোটা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টিতে আগে শুধু বাক, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষিত ছিল।

ঢাবি শিক্ষক সমিতির সভাপতি এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক এএসএম মাকসুদ কামাল জানান, চলচ্ছক্তিহীন হূদয়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পাওয়া নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তার পরিপ্রেক্ষিতেই ডিনস কমিটির সভায় শারীরিক প্রতিবন্ধী হিসেবে হূদয়কে ভর্তির সুযোগ দেওয়া হয়।

তিনি বলেন, হূদয়কে ভর্তি করানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে বাক, শ্রবণ আর দৃষ্টিপ্রতিবন্ধীদের ভর্তি করানো হতো। কিন্তু এখন থেকে এর সঙ্গে শারীরিক প্রতিবন্ধীদের বিষয়টিও যোগ করা হয়েছে। কেউ যদি মেধাতালিকায় থাকে এবং কোটায় ভর্তি হওয়ার যোগ্যতা থাকে তাহলে তারা ভর্তি সুযোগ পাবে। আগামীবার থেকে এটা কার্যকর করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে হূদয়ের মেধাক্রম ছিল তিন হাজার ৭৪০তম। তিনি মেধায় সুযোগ না পেলেও কোটায় সুযোগ পাবেন বলে সে সময় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল। তবে ভর্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অফিসে এসে হতাশ হন হূদয়। শুধু ‘বাক, শ্রবণ ও দৃষ্টি’ প্রতিবন্ধীদের কোটায় ভর্তি হওয়ার সুযোগ থাকায় তিনি এর কোনোটির মধ্যে পড়ছিলেন না। হূদয়ের ভর্তির সুযোগ না পাওয়া নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তার পরিপ্রেক্ষিতেই ডিনস কমিটির সভায় শারীরিক প্রতিবন্ধী হিসেবে হূদয়কে ভর্তির সুযোগ দেওয়া হলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads