• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
কুয়েটে ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু

খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সংগৃহীত ছবি

শিক্ষা

কুয়েটে ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ নভেম্বর ২০১৮

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও ব্যাচেলর অব আর্কিটেকচার কোর্সের ভর্তি কার্যক্রম আজ শুরু হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেধা তালিকার ১ম হইতে ১৫০০তম পর্যন্ত প্রার্থীদের রিপোর্টিং, মূল সনদপত্র ও বিভাগ পছন্দ ফরম যাচাই পূর্বক জমাদান ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আগামীকাল সকাল ৯টায় বিভাগ পছন্দ, মেধাক্রম ও আসন খালি থাকা সাপেক্ষে উপস্থিত প্রার্থীদের সম্ভাব্য বিভাগ বরাদ্দ প্রদান করা হবে।

ঐদিন থেকে ১২ নভেম্বর পর্যন্ত ভর্তিচ্ছু প্রার্থীকে ব্যাংকে ভর্তি ফিস জমা প্রদানের রশিদ সংগ্রহ এবং ব্যাংকে ফিস প্রদান করে রশিদের কপি অফিসে জমা দিয়ে ভর্তির নিশ্চয়তাপত্র গ্রহন করতে হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে http://www.kuet.ac.bd/index.php পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ১ম টার্মের ছাত্রদের ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ যথাক্রমে আগামী ২৪ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads