• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নতুন ক্যাম্পাসে নিজেকে মানিয়ে নেবেন যেভাবে

সংগৃহীত ছবি

শিক্ষা

নতুন ক্যাম্পাসে নিজেকে মানিয়ে নেবেন যেভাবে

  • সুখী আক্তার
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৮

আর কিছুদিন পরেই কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পদচিহ্ন রাখবেন অনেকেই। শুরু হবে ক্যাম্পাসে ক্যাম্পাসে নতুন মুখের ছড়াছড়ি। প্রতিবছর ক্যাম্পাসের পালকে হাওয়া লাগিয়ে এমন করে আসে একঝাঁক মেধাবী মুখ। নতুন পরিবেশ, নতুন ক্যাম্পাস। পুরনো বন্ধুদের ছেড়ে এসে হঠাৎ নিজেকে খাপখাইয়ে নিতে কিছুটা বেগ পেতে হয়। নতুন ক্যাম্পাসের তেতো অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। কিন্তু তাই বলে কি থেমে থাকলে হবে? চলুন, নতুন ক্যাম্পাসে নিজেকে মানিয়ে নেওয়ার কৌশল...

প্রথম কাজ : নতুন ক্যাম্পাস মানেই নানা সমস্যা। তবে নতুন অবস্থায় নিজেকে মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে বন্ধু নির্বাচনটা ঠিক হলে মানিয়ে নিতে সমস্যায় পড়তে হয় না। পাশাপাশি নিজেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে নিতে পারেন। এতে অভ্যন্তরীণ যোগাযোগ বাড়বে। বড়দের দেখলে হাসিমুখে সালাম দিয়ে কথা বলতে হবে। সহজেই বড়দের পরামর্শ নিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবেন যে কোনো কাজে।

মানসিক প্রস্তুতি : আপনি যতটা নমনীয়, প্রয়োজনে ঠিক ততটাই কঠিন হয়ে উঠতে হবে। কারণ যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। জড়তা ঝেড়ে ফেলে বন্ধুদের সঙ্গে খোলাখুলি কথা বলুন যে কোনো বিষয়ে। নিজেকে গুটিয়ে রাখবেন না; বরং সবার সামনে নিজেকে উপস্থাপন করতে শিখুন। আনন্দ ভাগাভাগিতে সঙ্গী করুন সবাইকে।

সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক : বিশ্ববিদ্যালয় জীবনে এসে অনেকে সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক করতে কালক্ষেপণ করেন। তাই যত দ্রুত সম্ভব এই সম্পর্ক প্রসারিত করা যাই, ততই ভালো। ক্যাম্পাসের বড়ভাই-আপুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে তুলুন। সুযোগ হলে অন্য ডিপার্টমেন্টের সিনিয়র-জুনিয়রদের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। সিনিয়রদের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। ভালো সিনিয়রদের কাছ থেকে জুনিয়রদের অনেক কিছু নেওয়ার আছে।

র্যাগিং : ক্যাম্পাসের প্রথম দিন মানেই ধরে নিতে হবে র্যাগিংয়ের সম্মুখীন হবেন আপনি। নিজেকে র্যাগিংয়ের হাত থেকে বাঁচানোর জন্য খুব স্বাভাবিক থাকার চেষ্টা করুন। এ ছাড়া পোশাক ও কথা বলার ধরন স্বাভাবিক রাখতে হবে। ক্লাসের সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। এতে সিনিয়ররা খুব সহজে কাবু করতে পারবেন না। আর যদি র্যাগিং করা হয় তাহলে চেঁচামেচি না করে দল বেঁধে প্রতিবাদ করুন।

বড় পরিধি : কলেজে যে পরিবেশে আপনি ছিলেন, বিশ্ববিদ্যালয় তার চেয়ে অনেক আলাদা। এর পরিধি অনেক বড়। দুটোকে মেলাতে যাবেন না। ফলে শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ে আপনাকে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যে ছেলে বা মেয়েটির সঙ্গে পরিচয় হলো, গল্প-আড্ডা হলো, তাকে প্রথম দিন থেকে ভালোবাসার মানুষ ভাবতে যাবেন না। একেক মনের চাওয়া একেক ধরনের হয়ে থাকে। এসব চিন্তা-ভাবনা করেই মিশতে হবে।

বন্ধু চেনা : নতুন ক্যাম্পাসে এলে অনেকেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে স্বাভাবিকভাবে। এক্ষেত্রে বন্ধু নির্বাচনে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। পুরনো বন্ধুদের কাউকেই হয়তো পাবেন না ক্যাম্পাসে। সম্পূর্ণ নতুন পরিবেশে বেড়ে ওঠা নতুনদের সঙ্গে বন্ধুত্ব গড়তে হবে। সবাই অচেনা, তাই একটু সতর্ক হয়ে বন্ধু বাছাই করুন।

রাজনীতির পাঠ : বিশ্ববিদ্যালয়ে এসে সাধারণত সিনিয়রদের উপদেশ অনুযায়ী হাতেখড়ি হয় অনেকের রাজনীতির। মনে রাখবেন, হঠাৎ পাওয়া স্বাধীনতার অপব্যবহার যেন না হয় এখানে। এক্ষেত্রে পরিবার ও নিজের স্বপ্নের কথা বিবেচনা করে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

প্রতিদিনের রুটিন : রাতে ঠিক করুন পরদিন কী কী করবেন। দিন শেষে দেখুন কতটা পেরেছেন। প্রত্যেক বিষয়ে শতভাগ নম্বরের দিকে লক্ষ রাখুন। সেটা অর্জন করতে না পারলে মনের ওপর বেশি চাপ পড়তে দেবেন না। লাইব্রেরিতে বেশি সময় দিন। ইংরেজির প্রতি বিশেষ নজর দিন। শিক্ষক ও বাড়ির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads