• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বাকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

সংগৃহীত ছবি

শিক্ষা

বাকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  • বাকৃবি প্রতিনিধি
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপাচার্যের সচিবালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় এবছর ছয়টি অনুষদে ১২৩০ আসনের বিপরীতে ১৮ হাজার ৪৩৭ জন আবেদন করে। ভর্তি পরীক্ষার জন্য ১২ হাজার ৬৫৩ জন নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হয়। ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিল ৯২৩৩ জন  শিক্ষার্থী।

১ হাজার ২৩০ জন মেধাতালিকায় এবং ১ হাজার ২২৯ জন অপেক্ষামান শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৫৬.৭ ভাগ  ছাত্র ও ৪৩.৩ ভাগ ছাত্রী । মেধাতালিকায় সর্বোচ্চ স্কোর ১৮৬.২৫ এবং সর্বনিন্ম স্কোর ১৫১.৭৫।

মেধা ও অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের  ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর এর মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে অনুষদ ভিত্তিক অপশন পূরণ করতে হবে। মেধা তালিকাভূক্ত প্রার্থীদের অনুষদ ভিত্তিক ফল প্রকাশ করা হবে ২৫ নভেম্বর।

মেধা তালিকাভূক্ত শিক্ষার্থীদের ২৯ নভেম্বর সকাল ১০ টা হতে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য https://admission.bau.edu.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads