• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
কলমাকান্দায় পিএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫২ শিক্ষার্থী

সংগৃহীত ছবি

শিক্ষা

কলমাকান্দায় পিএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫২ শিক্ষার্থী

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০১৮

নেত্রকোনা জেলার কলমাকান্দায় চলতি বছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৫৫২ জন শিক্ষার্থী।

রোববার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রথম দিন অনুষ্ঠিত ইংরেজী পরীক্ষায় উপজেলায় অনুপস্থিত ছিল ৫৫২ জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছিল ৪৪৮ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০৪ জন। উপজেলার ১৭টি পরীক্ষা কেন্দ্রে সকাল সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহির হোসেন উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের বলেন, এ বছর প্রথম দিনের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু অনুপস্থিতির সংখ্যাটা অনেক বেশি। তবে কোনো ছাত্র ছাত্রী নকলের আশ্রয় না নেওয়ায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads