• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ইবির ভর্তি সাক্ষাৎকার শুরু ২৫ নভেম্বর

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোগো

সংগৃহীত ছবি

শিক্ষা

ইবির ভর্তি সাক্ষাৎকার শুরু ২৫ নভেম্বর

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইউনিট সমন্বয়কারীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ২৫ নভেম্বর মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ১ম শিফটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এছাড়াও ২৬ ও ২৭ নভেম্বর ২য় ও ৩য় শিফটের মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এছাড়াও আগামী ২৫ ও ২৬ নভেম্বর ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের পর ৩ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

অপরদিকে ৯ নভম্বর অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার এবং ১২ ডিসেম্বরের মধ্যে তাদেরকে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে বলে ইউনিট সমন্বয়কারীরা জানিয়েছেন।

অন্যদিকে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের সাক্ষাতকার আগামী ২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত।

ভর্তি ও ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.iu.ac.bd অথবা www.iubd.info পাওয়া যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads