• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বেরোবি'র ভর্তির সময়সূচি প্রকাশ

সংগৃহীত ছবি

শিক্ষা

বেরোবি'র ভর্তির সময়সূচি প্রকাশ

  • বেরোবি প্রতিনিধি
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০১৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৫৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২ ডিসেম্বর থেকে চলবে ৫ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এমন তথ্য জানানো হয়। আর এ সভায় পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর চার শিফটে কলা অনুষদের (অ-ইউনিটের) ভর্তি পরীক্ষা, ৩ ডিসেম্বর চার শিফটে সামাজিক বিজ্ঞান অনুষদের (ই- ইউনিটের), ৪ ডিসেম্বর ১ম ও ২য় শিফটে বিজনেস স্টাডিজ অনুষদের (ঈ-ইউনিটের) এবং ৩য় ও ৪র্থ শিফটে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের (ঋ-ইউনিটের) এবং শেষ দিন ৫ ডিসেম্বর ১ম ও ২য় শিফটে বিজ্ঞান অনুষদের (উ-ইউনিটের) এবং ৩য় ও ৪র্থ শিফটে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের (ঊ-ইউনিটের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট শুরু হবে সকাল ৯টা-১০টা, ২য় শিফট সকাল ১১টা-১২টা, ৩য় শিফট দুপুর ১:৩০টা-২:৩০টা এবং ৪র্থ শিফট বিকাল ৩:৩০টা-৪:৩০টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তে পাওয়া যাবে।

প্রসঙ্গত, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ২৬ সেপ্টেম্বর এবং আবেদনের শেষ তারিখ ছিল ১৮ নভেম্বর রাত ১১টা পর্যন্ত। এতে ৬টি অনুষদে ২১টি বিভাগের অধীনে ১হাজার ৩১৫টি সিটের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৭০ হাজার ৬৬৩টি।  ‘এ’ ইউনিটে (কলা অনুষদ) আবেদন করেছে ১৮ হাজার ২৭০ জন, ‘বি’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ১৯ হাজার ৮১২ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৮ হাজার ১২৩ জন, ‘ ডি’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ৮ হাজার ৯০১ জন, ‘ই’ ইউনিটে (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ৬ হাজার ৯৬৬ জন এবং ‘এফ’ ইউনিটে (জীব ও ভূবিজ্ঞান অনুষদ) আবেদন করেছে ৮ হাজার ৫৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads