• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
পরিবহন সঙ্কটে জাবি শিক্ষার্থীদের ভোগান্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সংরক্ষিত ছবি

শিক্ষা

পরিবহন সঙ্কটে জাবি শিক্ষার্থীদের ভোগান্তি

  • শাহিনুর রহমান শাহিন, জাবি
  • প্রকাশিত ২৪ নভেম্বর ২০১৮

চরম পরিবহন সঙ্কটে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর জন্য আছে মাত্র ১৪টি বাস। এর মধ্যে দুটি অচল থাকায় বাকিগুলোয় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। অভিযোগ এই সঙ্কট নিরসনে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন।

বিশ্ববিদ্যালয় পরিবহন অধিদফতর সূত্রমতে, শিক্ষার্থীদের জন্য ১৪টি বাস থাকলেও বর্তমানে ১২টি ঢাকা-মিরপুর-উত্তরা-এয়ারপোর্ট-বঙ্গবাজার-মানিকগঞ্জ-কাকরাইলসহ অন্যান্য রুটে চলাচল করছে। সেই সব বাসে উঠছেন ধারণ ক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী। সকাল সাড়ে ৯টায় বঙ্গবাজার রুটের বাস দুটির প্রত্যেকটিতে গড়ে দুই শতাধিক শিক্ষার্থী আরোহণ করেন। দুতলা এই দুটি বাসের ওপর তলা ও নিচ তলায় শিক্ষার্থীরা গাদাগাদি করে দাঁড়ান। এই পরিস্থিতিতে প্রায়ই বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে হয় ছাত্রীদের।

শিক্ষার্থীরা জানান, তাদের অনেকে পরিবারের সঙ্গে ঢাকা ও তার আশপাশে পরিবারের সঙ্গে বা মেসে অবস্থান করেন। তাই ক্যাম্পাসে যাতায়াত করার জন্য তাদের বিশ্ববিদ্যালয়ের বাসের ওপরই নির্ভর করতে হয়। এ ছাড়া অনেক শিক্ষার্থী একাডেমিক কাজসহ বিভিন্ন কাজে ক্যাম্পাসের বাইরে যাতায়াত করেন। এ জন্য তাদেরও বিশ্ববিদ্যালয়ের বাসের ওপরই নির্ভর করতে হয়। কিন্তু পর্যাপ্ত বাস না থাকায় প্রতিনিয়তই চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মৃধা মোহাম্মদ বেলাল বলেন, ঢাকায় আমাদের নানা কাজ থাকে। নিয়মিতই যেতে হয়। তবে বাস কম থাকায় গাদাগাদি করেই বাসে চড়তে হয় আমাদের। ঝুঁকিপূর্ণ জেনেও অনেকে বাধ্য হয়ে দরজার পাশে ঝুলে ঝুলে যাতায়াত করেন।

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বুশরা মেহেজাবিন এশা বলেন, আমি প্রতিদিন মিরপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করি। সকালে যখন ক্লাসে যাই তখন সিটে বসে যেতে পারি কিন্তু ক্লাস শেষে বিকাল বেলা বাসায় ফেরার পথে দাঁড়ানোর জায়গাও পাই না।

আসিফ ইকবাল নামের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, বাস সঙ্কটের বিষয়টি প্রশাসনকে বার বার জানালেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অধিদফতরের পরিচালক ড. খো. লুৎফুল এলাহী বলেন, বর্তমানে ১২টি বাস চালু আছে। বাকি দুটি বাসের মেরামত কাজ চলেছে। শিগগিরই সেগুলো চালু করা সম্ভব হবে।

নতুন বাসের বিষয়ে তিনি বলেন, উপাচার্যের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দুই এক মাসের মধ্যে আরো কয়েকটি নতুন বাস যোগ হবে। তিনি আশা প্রকাশ করেন, মেরামতকৃত ও নতুন বাস যুক্ত হলে শিক্ষার্থীদের পরিবহন সঙ্কট কমে যাবে।

তিনি জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাসের অবস্থান জানার জন্য ডিসেম্বর মাস থেকে অ্যাপ চালু হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads