• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আইডিয়াল স্কুল এন্ড কলেজে ভর্তি লটারিতে অনিয়ম বন্ধের নির্দেশ

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

সংগৃহীত ছবি

শিক্ষা

আইডিয়াল স্কুল এন্ড কলেজে ভর্তি লটারিতে অনিয়ম বন্ধের নির্দেশ

  • বাসস
  • প্রকাশিত ১০ ডিসেম্বর ২০১৮

আইডিয়াল স্কুল এন্ড কলেজে ভর্তি লটারিতে ভবিষ্যতে অনিয়ম বন্ধে অধ্যক্ষকে নির্দেশ দিয়েছে দুদক। রাজধানীর আইডিয়াল স্কুল এন্ড কলেজে ২০১৯ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি লটারি প্রক্রিয়ায় সম্ভাব্য জালিয়াতি ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এ শিক্ষা প্রতিষ্ঠানে আজ সোমবার দিনব্যাপী অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

দুদক টিম লটারির ফলাফল পেন্সিলের পরিবর্তে বলপেন অথবা অমোচনীয় কালি দিয়ে লেখা নিশ্চিত করেছে। অন্যদিকে বালক ক্যাটাগরিতে নির্বাচিত তালিকার পাশাপাশি কোন অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়নি। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে রাজধানীর মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকেও নির্দেশ দেওয়া হয়।

এছাড়া দুদক টিম এ স্কুলের পার্শ্ববর্তী এলাকায় গড়ে ওঠা অসংখ্য ভর্তি কোচিং সেন্টারের প্রতিনিধিদের সমাগম নিয়ন্ত্রণ করে। দুদক টিমের উপস্থিতিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ভর্তি পরীক্ষাকে দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত রাখতে দুদক কঠোরভাবে নজরদারী করছে। কোনভাবেই দুর্নীতির সুযোগ দেয়া হবে না।”

দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ পেয়ে এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী এ অভিযান চালানোর নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক মো. মাসুদুর রহমান ও মোছাঃ সেলিনা আখতার মনি এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলামসহ দুদকের পুলিশ ইউনিটের সদস্যবৃন্দ এ অভিযানে অংশগ্রহণ করেন।

রাজধানীর আইডিয়াল স্কুল এন্ড কলেজে ২০১৯ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে সর্বমোট ৮৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। মতিঝিল ও বনশ্রী শাখায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে এবং মুগদা শাখায় শুধু বাংলা ভার্সনে বালক ও বালিকা পৃথক ক্যাটাগরিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। তন্মধ্যে আজ ৬টি ক্যাটাগরি লটারি অনুষ্ঠিত হয় এবং আগামীকাল মঙ্গলবার অবশিষ্ট ৪টি ক্যাটাগরির লটারি অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত লটারি পর্যবেক্ষণ দুদক টীম এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads