• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
জাবিতে খালেদা জিয়া হলের নাম পরিবর্তনের চেষ্টা ছাত্রলীগ নেতার

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

জাবিতে খালেদা জিয়া হলের নাম পরিবর্তনের চেষ্টা ছাত্রলীগ নেতার

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ডিসেম্বর ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ‘বেগম খালেদা জিয়া’ হলের নাম পরিবর্তনের চেষ্টা করেছেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হামজা রহমান অন্তর।

সোমবার মধ্যরাতে ছাত্রলীগ নেতা অন্তরসহ তিনজন ওই হলের সামনে গিয়ে খালেদা জিয়া হলের নামফলক ও প্রতিকৃতি নিচিহ্ন করার চেষ্টা করে একটি ব্যানারে ‘বেগম রোকেয়া হল’ লিখে দেয়। এসময় ওই হলের প্রশাসন, ছাত্রলীগের নেত্রীরা, সাংবাদিকেরা কেউ উপস্থিত ছিলেন না। হল গেটে অবস্থানরত নিরাপত্তা প্রহরীকে জাগিয়ে এ কাজ করেন অন্তর।

পরবর্তীতে সকাল বেলা বিষয়টি জানতে পেরে ‘রোকেয়া হল’ নামের ব্যানারটি সরিয়ে নেয় হল প্রশাসন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন, ‘অন্তর যে কাজ করেছে সে সম্পর্কে আমরা অবগত নই। অন্তর ছাত্রলীগের সহ-সভাপতি এমন প্রশ্নে সম্পাদক বলেন সে যেটা করেছে এটা শুধুমাত্র তার এখতিয়ার।

শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, এরকম কোনো নির্দেশনা ছাত্রলীগের পক্ষ থেকে তাকে দেওয়া হয় নি।

এ বিষয়ে ছাত্রলীগের সহ-সভাপতি হামজা রহমান অন্তর লিখিত বক্তব্যে বলেন, আমার এটা সম্পূর্ণ নৈতিক প্রতিবাদ। বাংলাদেশে খালেদা জিয়ার বলার মতো কোনো অবদান নেই বরং দেশের মানুষের টাকা মেরে খাওয়ার দায়ে তিনি কারাগারে রয়েছে। তার নামে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আবাসিক হল থাকা লজ্জাজনক। এই লজ্জার দায় থেকে এই কাজ করেছি।

এদিকে খালেদা জিয়া হলের নাম পরিবর্তন করার চেষ্টায় ক্ষোভ প্রকাশ করেছে জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও জাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সভাপতি সোহেল রানা ও সম্পাদক আব্দুর রহমান সৈকতের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুগ্ন সাধারণ সম্পাদক শামীম হোসেন এ প্রতিবাদ জানান। এছাড়াও শিক্ষক ফোরাম ওই হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বরাবর আবেদন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads