• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ইবিতে ‘আন্তর্জাতিক আরবী ভাষা দিবস’ উদযাপন

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

ইবিতে ‘আন্তর্জাতিক আরবী ভাষা দিবস’ উদযাপন

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০১৮

আন্তর্জাতিক আরবী ভাষা দিবস ২০১৮ উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগ। মঙ্গলবার সকাল ১১টায় ক্যাম্পাস চত্ত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি করে তারা। র‌্যালিতে আরবী ভাষার বর্ণমালা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে শিক্ষার্থীরা।

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমানের নেতৃত্বে আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. শামছুল আলম সিদ্দিকি, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. কামরুল হাসানসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে সকাল পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আনুষদ ভবনের সামনে বেলুন উড়ানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক আরবী ভাষা দিবসের কর্মসূচি শুরু হয়।

এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘আরবী ভাষার উন্নয়ন, বিজ্ঞানের সম্প্রসারণ’। 

র‌্যালি শেষে বেলা ১২টায় বিভাগীয় সভাপতির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. সাইফুল গনি, অধ্যাপক ড. কাউসার মু. বাকিবিল্লাহ, অধ্যাপক ড. মোস্তাক মু. মনোয়ার আলী প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads