• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ইবিতে মুক্তিযুদ্ধের বিজয় ও শহীদদের স্মরণে কবিতা পাঠ

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

ইবিতে মুক্তিযুদ্ধের বিজয় ও শহীদদের স্মরণে কবিতা পাঠ

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০১৮

‘আমি বাংলায় দেখি স্বপ্ন’ স্লোগানে মহান মুক্তিযুদ্ধের বিজয় ও শহীদদের স্মরণে কবিতা পাঠের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যিলয়ের (ইবি) একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’। মঙ্গলবার বেলা ১১টায় ক্যাম্পাসস্থ টিএসসিসির করিডোরে এটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আইনুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পর্ষদের সদস্য ফাতেমা তুজ জামান বৃষ্টি, নাইমুল ইসলাম, পরান্টু চাকমা, মাগুরা কন্ঠবিথীর সদস্য আব্দুস সেলিম ও জুয়েল আহমেদ। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক আলমগীর অভ্র কানন, সাংগঠনিক সম্পাদক ওয়ারেসুন্নেসা মেমিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা মহান মুক্তিযুদ্ধে বিজয় ও শহীদদের স্মরণে প্রায় ৩০ টি কবিতা পাঠ করেন। এসময় যারা কবিতা পাঠ করেন, বৃষ্টি, নাইম, সেলিম, জুয়েল, পরান্টু, আইনুন, অভ্র, সৌমিত্র, মেমি, মাসুম, জামসেদ, প্রিয়াংকা, রিতু, মেহেদি, স্মৃতি, মিরা, নীলা প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads