• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
যেভাবে জানা যাবে জেএসসি ও জেডিসির ফল

সংগৃহীত ছবি

শিক্ষা

যেভাবে জানা যাবে জেএসসি ও জেডিসির ফল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর ২০১৮

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হবে। সকাল ১০টায় দুটি মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন। এরপর দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলন করে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল জানাবেন। একইভাবে বেলা ১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার সংবাদ সম্মেলন করে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল জানাবেন। এরপর নিজ নিজ প্রতিষ্ঠান ছাড়াও মোবাইলে এসএমএস করে এবং অনলাইনে ফল দেখা যাবে।

যেভাবে জানা যাবে জেএসসি ও জেডিসির ফল : যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার নাম JSC অথবা PSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর অর্থাৎ ২০১৮ লিখতে হবে। বোর্ডের নামের ক্ষেত্রে Dhaka Board হলে DHA, Comilla Board-COM, Rajshahi Board-RAJ, Jessore Board-JES, Chittagong Board-CHI, Barisal Board-BAR, Sylhet Board-SYL, Dinajpur Board-DIN es Madrassah Board হলে MAD লিখতে হবে।

জেএসসির পুরো মেসেজটি যেমন হবে : JSC <স্পেস> JES <স্পেস>রোল নম্বর<স্পেস>২০১৮। আর জেডিসি’র মেসেজটি যেমন হবে : JDC<স্পেস>MAD<স্পেস>রোল নম্বর<স্পেস>২০১৮। এবার মেসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীদের ফল জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে ফল জানার পদ্ধতি : ব্রাউজারে অ্যাড্রেস বারে লিখুন www.educationboard.gov.bd ওয়েবসাইটের মাঝে Examination -এর সামনে JSC/JDC সিলেক্ট করুন। YEAR ২০১৮ সিলেক্ট করুন। এরপর নিজের শিক্ষা বোর্ড সিলেক্ট করুন। রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন। এরপর দুটি সংখ্যা যোগ করতে বলা থাকবে। যোগফল লিখুন। লেখাগুলো সঠিক থাকলে নিচের ডানে সাবমিট বাটন প্রেস করুন। এরপরই রেজাল্ট ভেসে উঠবে। এই পেজটি প্রিন্ট করা যাবে।

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলও প্রকাশ করা হবে আজ দুপুরে। নিজ নিজ প্রতিষ্ঠান ছাড়া মোবাইলে এসএমএস করে এবং অনলাইনে ফল জানা যাবে। 

মোবাইলে এসএমএস পদ্ধতি : যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে যান। প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল জানতে DPE লিখে স্পেস দিয়ে পরীক্ষার্থীর নিজ উপজেলা বা থানার কোড নম্বর লিখতে হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে এই কোড নম্বর দেওয়া আছে। এরপর আবার স্পেস দিয়ে পরীক্ষার বছর ২০১৮ লিখতে হবে। আর ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল জানতে EBT লিখে স্পেস দিয়ে পরীক্ষার্থীর নিজ উপজেলা বা থানার কোড নম্বর লিখে এরপর আবার স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীদের ফল জানিয়ে দেওয়া হবে। 

অনলাইনে ফল জানার পদ্ধতি : প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd এবং dperesult.teletalk.com.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। ব্রাউজারে অ্যাড্রেস বারে লিখুন www.dperesult.teletalk.com.bd । ওয়েবসাইটের মাঝে Passing year -এর সামনে পরীক্ষার বছর সিলেক্ট করুন। এরপর STUDENT ID সামনে পরীক্ষার্থীর রোল নম্বর লিখুন। লেখা সঠিক কি না দেখে নিচের ডানে সাবমিট বাটন প্রেস করতে হবে। এরপরই রেজাল্ট ভেসে উঠবে। এই পেজটি প্রিন্ট করা যাবে।  

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads