• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
জাবি’র নতুন প্রক্টর হলেন ফিরোজ আল হাসান

জাবি’র নতুন প্রক্টর অধ্যাপক ফিরোজ আল হাসান

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

জাবি’র নতুন প্রক্টর হলেন ফিরোজ আল হাসান

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসাবে সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফিরোজ আল হাসানকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

রহিমা কানিজ বলেন, বর্তমান প্রক্টর সিকদার মো. জুলকারনাইন উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিদেশে গিয়েছেন। তাই তার স্থলাভিষিক্ত হিসাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন প্রক্টর হিসাবে ফিরোজ আল হাসান দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত নতুন প্রক্টর ফিরোজ আল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপত্তার সাথে যাতে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads