• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পার্বতীপুরে বই উৎসবে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন পাঠ্যবই

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

পার্বতীপুরে বই উৎসবে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন পাঠ্যবই

  • সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০১৯

১ জানুয়ারী ২০১৯ ইংরেজি সালের শুরুতে আজ মঙ্গলবার দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় বই উৎসব অনুষ্ঠিত হয়।

স্টার মডেল সরকারী প্রাথমিক স্কুলে দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে বই বিতরণের শুভ উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। স্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মজিদুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত মোশারফ হোসেন সমাজ ও প্রধান শিক্ষক সৈয়দা নুজহাত জেরিন প্রমূখ।

অন্যদিকে হলদিবাড়ী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবু এহিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যবই তুলে দেয়া হয়। এছাড়াও উপজেলার ২০৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৬০ হাজার বই ও নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক মিলে ৭২ এবং ৩৯ মাদ্রাসায় সিলেবাস অনুযায়ী ৩ লাখ ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যবই তুলে দেন বিদ্যালয়ের প্রধানগণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads