• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
জে এস সির ফল পুনর্নিরক্ষণে প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর আবেদন

কুমিল্লা ‍শিক্ষা বোর্ড

সংরক্ষিত ছবি

শিক্ষা

কুমিল্লা বোর্ড

জে এস সির ফল পুনর্নিরক্ষণে প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর আবেদন

  • খায়রুল আহসান মানিক, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জানুয়ারি ২০১৯

কুমিল্লা শিক্ষাবোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জে এস সি ) পরীক্ষা ২০১৮ এর ফল পুনর্নিরক্ষণের জন্য ১২ হাজার ৮৫৩ জন আবেদন করেছেন। এর মধ্যে ইংরেজী বিষয়ে সবচেয়ে বেশী ২ হাজার ৯০৪ জন আবেদন করেছেন। বাংলাদেশ ও বিশ^ পরিচয় বিষয়ে আবেদন করেছে ২ হাজার ৫৬০ জন আর গণিত বিষয়ে আবেদন করেছেন ২ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী। গত ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফল পুননিরক্ষণের এসব আবেদন গ্রহণ করা হয়। কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শহিদুল ইসলাম জানান, আগামি ২৪ জানুয়ারি পুননিরক্ষণের ফল প্রকাশিত হবে।

জানা যায়, কুমিল্লা শিক্ষাবোর্ড এবার জে এস সি পরীক্ষার ফলাফলে পাশের হার বাড়লেও উল্লেখযোগ্য ভাবে জি পি এ ৫ এর সংখ্যা কমেছে। চতুর্থ বিষয়ের নাম্বার যোগ না হওয়ার কারণে এবার জি পি এ ৫ কমেছে বলে জানান শিক্ষা বিশ্লেষকরা। ২০১৮ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলার ১৫৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ লাখ ৯২ হাজার ৮১১ জন পরীক্ষার্থী জে এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এতে উত্তীর্ণ হয় ২ লাখ ৫৪ হাজার ৭২৫ জন শিক্ষার্থী। যার শতকরা পাশের হার ৮৬ দশমিক ৯৯ শতাংশ। জি পি এ ৫ পেয়েছেন ৩ হাজার ৭ শ’ ৪২ জন। ২০১৭ সালে ছিলো ৬২ দশমিক ৮৩ শতাংশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads