• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
রাকসু নিয়ে আলোচনা আগামী সপ্তাহেই

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

রাকসু নিয়ে আলোচনা আগামী সপ্তাহেই

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জানুয়ারি ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোটের নেতাদের সঙ্গে আলোচনায় এ আশ্বাস দেন রাবি উপাচার্য। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।

এসময় ছাত্রজোটের নেতারা উপাচার্যের নিকট তিনটি দাবি জানান। সেগুলো হচ্ছে রাকসু ভবনের নাম ফলক করা, রাকসু সম্পর্কে অবহিতকরণে সংগ্রহশালার ব্যবস্থা করা এবং সকল ছাত্র সংগঠন ও শিক্ষার্থী নিকট রাকসু নির্বাচনের গঠনতন্ত্র যুগোপযোগী করে হাতে তুলে দেওয়া।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান জানান, রাকসুর গঠনতন্ত্র ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংলাপে বসার জন্য প্রক্টর ও ছাত্র-উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের আলোচনার প্রেক্ষিতে ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বসে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, আগামী সপ্তাহের মধ্যে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনায় বসা হবে। পরে সকল সংগঠনের সঙ্গে বসে বর্তমান রাকসুর গঠনতন্ত্র সংযোজন-বিয়োজন করে যুগোপযুগী করা হবে বলে জানান তিনি।

সৌজন্য সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন মিলন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ফিদেল মনির, সাধারণ সম্পাদক রঞ্জু হাসান, ছাত্র ফেডারেশনের সদস্য আশরাফুল ইসলাম সম্রাট, ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল হোসেন, সদস্য শাকিলা খাতুন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads