• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
শান্তি সম্প্রীতিরক্ষা ও জঙ্গীবাদ প্রতিরোধ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

শান্তি সম্প্রীতিরক্ষা ও জঙ্গীবাদ প্রতিরোধ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত ১৫ জানুয়ারি ২০১৯

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

বাংলাদেশ নারী প্রগতিসংঘের উদ্যোগে নজরুল স্মৃতি কেন্দ্রের হলরুমে আজ মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে শান্তি সম্প্রীতিরক্ষা ও জঙ্গীবাদ প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সেমিনারের শুরু হয়। পরবর্তীতে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, মনোজ কুমার প্রামাণিক , ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খুরশিদুল আলম মুজিব ও সাধারণ সম্পাদক মুস্তফিজ নোমান।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের কর্মকর্তা সঞ্জয় মজুমদার ও সঞ্চালনা করেন নিহার সরকার অংকুর ও মৌ কর্মকার। সেমিনারে বক্তারা জঙ্গীবাদ প্রতিরোধে তরুণদের সচেতন হওয়ার আহবান জানিয়েছেন। সেই সাথে সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যমে আমাদের ইতিহাস ঐতিহ্য সমুন্নত রাখার কথা বলেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads