• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
৬২৩ কোটি টাকার বাজেট প্রস্তাব রাবির

সংগৃহীত ছবি

শিক্ষা

৬২৩ কোটি টাকার বাজেট প্রস্তাব রাবির

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জানুয়ারি ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রস্তাবিত বাজেট নির্ধারণ করা হয়েছে ৬২৩ কোটি ৩১ লাখ টাকা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৪৮৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া।

বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক জাকারিয়া বলেন, শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক বিভাগে বৈজ্ঞানিক গবেষণার সরঞ্জামাদি, রাসায়নিক দ্রব্যাদি, শিক্ষা উপকরণ বৃদ্ধিতে বিগত বছরের থেকে দ্বিগুণ প্রস্তাবনা রাখা হয়েছে। যা পেলে বিদ্যমান সংকট অনেকটাই কমে।  

বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ বলেন, প্রস্তাবিত বাজেটটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পর্যালোচনা করে চূড়ান্ত বাজেট অনুমোদন দেবেন। বাজেট অনুমোদন হলে খাতপ্রতি বরাদ্দ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রস্তাবিত বাজেট ছিল ৪২৩ কোটি টাকা। এ বছর ২০০ কোটি টাকা বেশি বাজেট প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০১৬-১৭ সালে বিশ্ববিদ্যালয়ের ৪৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads