• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ডিজিটাল আইডি কার্ড পাচ্ছেন জাবির শিক্ষক-শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

শিক্ষা

ডিজিটাল আইডি কার্ড পাচ্ছেন জাবির শিক্ষক-শিক্ষার্থীরা

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর জন্য ডিজিটাল পরিচয়পত্র (আইডি কার্ড) সরবরাহ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে ডিজিটাল কার্ড প্রিন্টের মেশিনও কিনেছে প্রশাসন। এ কাজে কারিগরি সহায়তা করবে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং, আইআইটি ও আইবিএ বিভাগ।

ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং থেকে পাওয়া তথ্যমতে জানা যায়, ডিজিটাল আইডি কার্ডে বসানো থাকবে মাইক্রোচিপ ও কিউআর কোড। এ কার্ড দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, হলের ডাইনিং, ক্যান্টিন ও দোকানে বিল পরিশোধ করার সুবিধা থাকবে। এছাড়া, থাকবে বিভিন্ন দফতরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও হাজিরা দেওয়ার ব্যবস্থা। কিউআর কোডে শিক্ষকদের সব প্রোফাইল তথ্য দেওয়া থাকবে। কোড স্ক্যান করলে তা সংযুক্ত হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের সঙ্গে।

শিক্ষক সমিতির তত্ত্বাবধানে ইতোমধ্যে ৩৫০ জন শিক্ষককে আইডি কার্ড সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি নূরুল ইসলাম। শিক্ষার্থীদের কার্ড আবাসিক হলের তত্ত্বাবধানে আগামী দুই-তিন মাসের মধ্যে সরবরাহ করা হবে।

শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড সরবরাহ করার পর আবাসিক হল, কেন্দ্রীয় গ্রন্থাগার ও বিভাগের সেমিনার লাইব্রেরির জন্য আলাদা আইডি কার্ডের প্রয়োজন হবে না। বর্তমানে শিক্ষার্থীদের আলাদা করে তিনটি আইডি কার্ড নিতে হয়। শিক্ষার্থীরা চাইলে এই কার্ড ব্যবহার করে হেলথ ইন্স্যুরেন্সও করতে পারবেন। ইতোমধ্যে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের ইন্স্যুরেন্সের আওতায় আনা হয়েছে।

ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং থেকে জানানো হয়েছে, দুই মাসের মধ্যে সব শিক্ষার্থীকে কার্ড সরবরাহের প্রস্তুতি রয়েছে তাদের।

একই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমদও। তিনি বলেন, ‘আশা করি আমরা এটা দুই তিন মাসের মধ্যেই এটা করতে পারব। ইতোমধ্যে ক্যাফেটেরিয়ায় কর্মকর্তাদের অ্যাটেন্ডেন্স নেওয়ার মেশিন বসিয়েছি আমরা।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads